1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয়: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয়: ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

খবর২৪ঘন্টা ডেস্কঃ

দলের সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিএনপি। গতরাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি এজন্য যে, একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে একটা রিট পিটিশনের বিষয়ে কোর্টের আদেশ একেবারেই নজিরবিহীন। আমাদের কাছে  এটা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দল নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলে, গঠনতন্ত্র যেটা থাকে সেটাই চূড়ান্ত।

সেক্ষেত্রে এই ধরনের রুল কতটুকু গ্রহণযোগ্য, আইনজীবীরা বলেছেন এটা গ্রহণযোগ্যই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এ বিষয়ে  কোনো রকমের সন্দেহ নেই। এটাই মূল কথা। বিএনপি মহাসচিব বলেন, আমি বলতে চাই, এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়।

এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা না করে সম্পূর্ণভাবে আদালতকে ব্যবহার করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আমরা মনে করছি  যে, এই রিট পিটিশন, বিএনপির বিরুদ্ধে একটা সামগ্রিক চক্রান্ত যেটা চলছে এটা তারই একটা অংশ। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে তারা হাতিয়ার হিসেবে এক্ষেত্রে ব্যবহার করছে। আমরা পুরো প্রচেষ্টার নিন্দা জানাচ্ছি।

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান উপস্থিত ছিলেন। বৈঠকে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে ২০ দলীয় জোটের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team