ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধান

admin
নভেম্বর ২৮, ২০১৭ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: জরুরি সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান।
কী কারণে তারা হঠাৎ করে সৌদি আরব সফরে গেলেন তা জানা যায়নি।
ডন জানায়, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি যান।
এর আগে রোববার সৌদির রাজধানী রিয়াদে বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য ইসলামি সামরিক জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
এতে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ইসলামি সামরিক জোটের প্রধান নির্বাচিত করা হয়।
এই সম্মেলনের একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান রিয়াদ সফরে যান।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।