সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর দড়িখরবনা মোড় হতে মালোপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার সকালে কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র কাজের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।
এ সময় রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্তাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর/এস