1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সড়ক দুর্ঘটনায় আহত হলেন মোদির স্ত্রী যশোদাবেন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ০৩ জানয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত হলেন মোদির স্ত্রী যশোদাবেন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন রাজস্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এ ছাড়া ওই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বুধবার রাজস্থানের কোটা-চিতোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, কোটায় একটি বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটের মেহসানা জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন যশোদাবেন। পথে রাজস্থানের চিতোরগড়ে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা জানিয়েছে, যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে স্ত্রী আহত হওয়ার খবরে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে মাত্র ১৭ বছর বয়সে যশোদাবেনের সঙ্গে বিয়ে হয় মোদির। কিন্তু বিয়ে হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংস্পর্শে আসার কারণে সংসার ধর্ম পালন করা হয়নি মোদির। ফলে স্ত্রী হিসেবে স্বীকৃতিও মেলেনি যশোদাবেনের। অবশেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দীর্ঘ ৪৫ বছর পর নরেন্দ্র মোদি তার স্ত্রীকে স্বীকৃতি দেন গুজরাটের ভদোদরা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। নরেন্দ্র মোদি মনোনয়নপত্রে স্ত্রীর নাম লেখেন যশোদাবেন। কিন্তু কাগজে কলমে স্বীকৃতি পেলেও স্ত্রীর মর্যাদা এখনও পাননি যশোদাবেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST