ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয়া হয়েছে

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৬, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আমিনবাজার এলাকায় রাস্তায় এলোপাতাড়ি গাড়ি ফেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয়া হয়েছে।
শনিবার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে  জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।
তারা জানান, আমিনবাজার ক্রস করার পরই রাস্তায় এলোপাতাড়ি গাড়ি ফেলে ম্যাডামের (খালেদা জিয়া) গাড়িবহর আটকে দেয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।