সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মো: শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী জেলা ছাত্রদল পরিবার । মোঃ শফিউর বারী বাবু(৪৯) গতরাত ভোর ৪ টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শফিউর বারী বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । রাজশাহী জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সিনিয়র সহ-সভপতি
শাহরিয়ার আমিন বিপুল, সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো সহ রাজশাহী জেলা ছাত্রদল এক শোক বার্তায় বলেন মোঃ শফিউল বারী বাবু ভাই বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে শফিউল বারী বাবু একটি উজ্জল নক্ষত্রের নাম স্বৈরাচার এরাশাদ বিরোধী আন্দোলোন এবং বর্তমান বাংলাদেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শফিউল বারী বাবু একজন সফল ও দক্ষ সংগঠকের নাম । তাঁর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক হারালো এবং বিএনপি পরিবার হারালো একজন বিশ্বস্ত ও সফল সংগঠককে । রাজশাহী জেলা ছাত্রদল তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । আজ সকাল ১০ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয় । জানাযা শেষে শফিউল বারী বাবুর মরদেহ গ্রামের বাড়ী লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় নেওয়া হয় । বাদ আসর জানাযা শেষে সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে ।
এমকে