1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাইরে যাওয়ার অনুমতি পেল স্পেনের শিশুরা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাইরে যাওয়ার অনুমতি পেল স্পেনের শিশুরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে অবরুদ্ধ গোটা বিশ্ব। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার অনুমতি মিলছে না কারো। শিশুদেরও পুরোটা সময় কাটাতে হচ্ছে ঘরের চার দেয়ালে, যা বিরূপ প্রভাব ফেলছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। তাই লকডাউনের প্রায় দেড় মাস পর অবশেষে শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে স্পেন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অনুমতি প্রদান করেন।

তিনি বলেন, স্পেন এই মহামারির সবচেয়ে চরম মুহূর্ত এবং নিষ্ঠুরতম আক্রমণ পার করে এসেছে। বিশুদ্ধ বায়ু উপভোগ করার জন্য আগামী ২৭ এপ্রিল থেকে চাইলে শিশুরা বাড়ির বাইরে যেতে পারবে।

তবে কতক্ষণ তারা বাইরে থাকতে পারবে সেবিষয়ে কিছু বলেননি তিনি। আঞ্চলিক নেতৃবৃন্দ ও শিশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান।

ধারণা করা হচ্ছে ১২ বছরের কম বয়সী শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দেয়া হবে। তবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানানো হয়নি।

স্পেনের প্রায় ৮০ লাখ শিশু গত ১৪ মার্চ থেকে নিজ বাড়িতে বন্দি অবস্থায় রয়েছে। এতে করে তাদের শারিরীক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হওয়া নিয়ে আশঙ্কা বাড়ছে।

স্প্যানিশ চিলড্রেন’স রাইটস কোয়ালিশন জানিয়েছে, বন্দি থাকা শিশুদের খেলা ও কিছু শারিরীক কর্মকাণ্ডের জন্য বাইরে বের হতে দেয়া উচিত।

বার্সেলোনার মেয়র বলেছেন, ‘এই শিশুদের বাইরে যাওয়া প্রয়োজন। আর অপেক্ষা নয়: আমাদের শিশুদের মুক্তি দিন’।

করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর অন্যতম স্পেন। দেশটির প্রায় দুই লাখ মানুষের এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের।

তবে মহামারি রোধে নেয়া ব্যবস্থা এখনও অপ্রতুল বলে স্বীকার করে নিয়ে সানচেজ বলেন, আগামী ৯ মে পর্যন্ত সতর্ক অবস্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টের কাছে সিদ্ধান্ত চাইবেন তিনি।

দেশটিতে এখনো মূল লকডাউন কার্যকর রয়েছে। কেবলমাত্র প্রাপ্তবয়স্করা খাবার ও ফার্মেসি কিংবা অতি জরুরি বিবেচিত কাজের জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team