1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাজী আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের রোমান গোলদার (৩২), সুমন গোলদার (৩০), মমতাজ বেগম (৫৮), সহিদুল্লাহ্ সহিদ (৩২) ও বেলায়েত (৩০)। পাঁচজনই পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরা বেগম ২০১২ সালের ২২ জুন রাতে খাবার খেয়ে তাদের দুই তলা বাড়ির নিচ তলায় একটি রুমে ঘুমিয়ে পড়েন। সেই রাতে রুমের জানালার গ্রিল ভেঙে আসামিরা ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ২৩ জুন তাদের ছেলে মো. আবু আলম মৃধা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা মো. হজরত আলী বলেন, এ রায়ে আমরা খুশি। তবে দণ্ডপ্রাপ্ত রোমান গোলদার, সুমন গোলদার, মমতাজ বেগম, সহিদুল্লাহ্ সহিদ ও বেলায়েত পলাতক রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম কাসেম বলেন, আদালতের এই রায়ে আমি খুশি নই। আমরা উচ্চ আদালতে যাব।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST