1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
''স্বামী আর বয়ফ্রেন্ড যে একেবারেই আলাদা'' - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

”স্বামী আর বয়ফ্রেন্ড যে একেবারেই আলাদা”

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: গত ডিসেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। তবে এর মধ্যেই কী এমন ঘটল যার কারণে এমন মন্তব্য করলেন মিসেস জোনাস। এদিন তিনি বলেন,”স্বামী আর বয়ফ্রেন্ড যে একেবারেই আলাদা”। ঠিক কী কারণে প্রসঙ্গটি তুলেছেন পিগি চপস, তাহলে কী বৈবাহিক জীবনে তাল কেটেছে?

না না, ঘাবড়ানোর কোনও কারণ নেই আসলে সম্প্রতি একটি চ্যাট শো-এ দেশিগার্ল তাঁর বৈবাহিক জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। বিয়ের দিনের অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করেছেন তিনি। এদিন বিয়ের প্রসঙ্গতেই তিনি বলেন,”বয়ফ্রেন্ড ও স্বামী একই মানুষের এই দুই সত্বায় নাকি আকাশপাতাল তফাত্”। তিনি আরও বলেন “বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি, তবে একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।”

বিয়ে নিয়ে আরও অভিজ্ঞতা ভাগ করেছেন প্রিয়াঙ্কা। খুব কম সংখ্যক অতিথি নিয়ে হয়েছিল তাঁর বিয়ের অনুষ্ঠান একথা সকলেরই জানা। এদিকে তাঁর মা মোটেই খুশি হননি এই সিদ্ধান্তে, তিনি চাইছিলেন প্রিয়াঙ্কার গহনা প্রস্তুতকারক থেকে মেকআপ আর্টিস্ট সবাই উপস্থিত থাকুক এদিন। শেষ পর্যন্ত মা-এর মন রাখতে ফের আরও একবার রিসেপশন পার্টির আয়োজন করতে হয় প্রিয়াঙ্কাকে।

গত ডিসেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। তবে এর মধ্যেই কী এমন ঘটল যার কারণে এমন মন্তব্য করলেন মিসেস জোনাস। এদিন তিনি বলেন,”স্বামী আর বয়ফ্রেন্ড যে একেবারেই আলাদা”। ঠিক কী কারণে প্রসঙ্গটি তুলেছেন পিগি চপস, তাহলে কী বৈবাহিক জীবনে তাল কেটেছে?

না না, ঘাবড়ানোর কোনও কারণ নেই আসলে সম্প্রতি একটি চ্যাট শো-এ দেশিগার্ল তাঁর বৈবাহিক জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। বিয়ের দিনের অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করেছেন তিনি। এদিন বিয়ের প্রসঙ্গতেই তিনি বলেন,”বয়ফ্রেন্ড ও স্বামী একই মানুষের এই দুই সত্বায় নাকি আকাশপাতাল তফাত্”। তিনি আরও বলেন “বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি, তবে একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।”

বিয়ে নিয়ে আরও অভিজ্ঞতা ভাগ করেছেন প্রিয়াঙ্কা। খুব কম সংখ্যক অতিথি নিয়ে হয়েছিল তাঁর বিয়ের অনুষ্ঠান একথা সকলেরই জানা। এদিকে তাঁর মা মোটেই খুশি হননি এই সিদ্ধান্তে, তিনি চাইছিলেন প্রিয়াঙ্কার গহনা প্রস্তুতকারক থেকে মেকআপ আর্টিস্ট সবাই উপস্থিত থাকুক এদিন। শেষ পর্যন্ত মা-এর মন রাখতে ফের আরও একবার রিসেপশন পার্টির আয়োজন করতে হয় প্রিয়াঙ্কাকে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST