1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্বামীর পর দুর্বৃত্তদের আগুনে ঘর-বাড়ি হারালো এক বিধবা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

স্বামীর পর দুর্বৃত্তদের আগুনে ঘর-বাড়ি হারালো এক বিধবা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো এক বিধবা নারীর ঘরবাড়ি। সবকিছু হারিয়ে তিন কন্যা নিয়ে বিধবা রেহেনা বেগম দিশেহারা হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে। বিধবা রেহেনার স্বামী চঞ্চল হোসেন দুইবছর আগে গাছ থেকে পড়ে মারা যায়।

ভুক্তভোগী রেহেনা বেগম বলেন, স্বামী হারানোর পর থেকে ৩ কন্যা সন্তান নিয়ে তিলে তিলে গড়েছি সংসার। আর সেই সংসার চোখের নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেহেনা বেগম সেলাই মেশিন দর্জির কাজ করে সংসার চালান। মঙ্গলবার রাতে তিন মেয়ের সাথে সে ঘরে ছিল। বাড়ি হঠাৎ আগুনে পুড়ছে দেখে চিৎকার শুরু করে তারা। আগুনে তার ঘরবাড়িসহ সবকিছু পুড়ে গেছে। তিন মেয়েকে অনেক কষ্টে পড়াশোনা করাচ্ছি। তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আমরা এখন পথে বসেছি। দুর্বৃত্তদের আগুন আমার সব স্বপ্ন কেড়ে নিল।

রেহেনা বেগমের বড় মেয়ে কলেজ ছাত্রী চৈতি খাতুন বলেন, আমাদের বাড়ির সবার স্কুল-কলেজের সকল সার্টিফিকেট ও বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। তিনি সামর্থবানদের তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এ ব্যাপারে পুঠিয়া ফায়ার সার্ভিস ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বাড়িটি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি মর্মান্তিক।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST