খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বাধীনতার ৪৬ বছরেও বিজয় সুসংহত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, মুক্তির সংগ্রামের ৪৬ বছর পার হলেও বিজয় সুসংহত হয়নি। বঙ্গবন্ধুর দেখানো পথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংহত করতে আওয়ামী লীগ কাজ করছে।
এদিন সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নেতারা শ্রদ্ধা জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ