খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি জানান, রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববারের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (২৩ অক্টোবর) সবশেষ স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে কক্সবাজার সফরসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিলো।
খবর২৪ঘণ্টা.কম/জন