খবর ২৪ঘণ্টা ডেস্ক: ১৯ তম ইন্টারন্যাশানাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস৷ ব্যাংককে গ্রিন কার্পেট জুড়ে তারকার ভির৷ চকমকে পোশাক, আলোয় সুসজ্জিত স্টেজ, একের পর এক চোখ ধাঁধানো পারফরমেন্স৷ এত আনন্দের মধ্যেও বেজে উঠল দুঃখের সুর৷ পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে শেষ মুহূর্তটা যেন বিষন্নতায় ভরে গেল সিনেমহল৷
সেরা অভিনেত্রী শিরোপা উঠল শ্রীদেবীর মাথায়৷ অ্যাওয়ার্ডটি সময়মত স্টেজে এসে হাজির, তবে শ্রীদেবী নেই৷ ব্যাংককের সিয়াম নিরামিট থিয়েটার ছেয়ে গেল স্তব্ধতায়৷ অন্যান্য সময়ের মতো উৎসাহের সঙ্গে হাততালি টা আর উঠল না৷ স্টেজে উঠে গিয়ে পুরষ্কার গ্রহণ করলেন বনি কাপুর৷ তবে তাঁর চোখে উচ্ছ্বাস অনেকটাই কম৷
এ বছরই স্ত্রীকে হারিয়েছেন বনি কাপুর৷ যতই নিজেকে মিডিয়ার সামনে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতে গিয়েও পারলেন না বনি৷ পুরষ্কারটি হাতে নেওয়ার পরমুহূর্তেই চোখ ছলছল করে উঠল তাঁর৷ ২৪ ফেব্রুয়ারির, দুবাইয়ের সেই দুর্ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে৷ একই হোটেল রুমে থেকেও বাঁচাতে পারলেন না নিজের স্ত্রীকে৷ শ্রীদেবীর এই আকস্মিক মৃত্যু সারাজীবন কুঁড়ে কুঁড়ে খাবে তাঁকে৷ আইফার স্টেজে দাঁড়িয়ে বিষাদের ভরা গলা বলে উঠল, “আমি ওকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে মিস করি৷” এরপরই আর আটকানো গেল না৷ মনের কান্না ধরা দিল সকলের সামনে৷ কেঁদে ফেললেন বনি৷
বলার মত আর কিছু নেই তাঁর কাছে৷ তাঁকে সামলাতে এগিয়ে এলেন ছেলে অর্জুন কাপুর এবং ভাই অনিল কাপুর৷ মাইক নিয়ে অনিল বলতে শুরু করলেন, “উনি একজন সত্যিকারের অসাধারণ শিল্পী ছিলেন৷ ওনার মতো মানুষ হয় না৷ এই দেশ, এই পৃথিবী, তোমার পরিবার, সবাই তোমায় প্রত্যেক মুহূর্তে মনে করছে৷”
৩৫ তম জাতীয় চলচ্চিত্রে উৎসবে সেরা অভিনেত্রী হিসেবেও শ্রীদেবীকে সম্মানিত করা হয়েছে৷ বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী এবং খুশি গিয়েছিলেন সেই পুরষ্কার গ্রহণ করতে৷ শ্রীদেবীর অবর্তমানে বনি কাপুর প্রতিটি পুরষ্কার গ্রহণ করতে যতটা খুশি হচ্ছেন, ততটাই দুঃখে কাতর হয়ে উঠছে তাঁর স্বর৷ এ বছর অস্কারেও অভিনেত্রীকে বিশেষ ট্রিবিউট দেওয়া হয়েছে৷ এ মুহূর্তগুলিতে বনি এবং তাঁর পরিবার গর্বিত তো বটেই৷ তবে এই গর্ব, এই আনন্দ শ্রীদেবীকে সঙ্গে নিয়ে ভাগ করতে না পারার আক্ষেপ সারাজীবন রয়ে যাবে তাঁর৷ কিংবদন্তী এই অভিনেত্রীকে ভোলেনি কেউ৷ না তাঁর পরিবার, না এই ফিল্ম ইন্ডাস্ট্রি৷ শ্রীদেবী তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে, অভিনয়, নাচ, সৌন্দর্যের মধ্যে দিয়ে চিরকাল সিনেপ্রেমীদের মধ্যে জীবিত থাকবেন৷
খবর ২৪ঘণ্টা/ নই