1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্টোকসের কাম ব্যাক ম্যাচে ইংল্যান্ডের হার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

স্টোকসের কাম ব্যাক ম্যাচে ইংল্যান্ডের হার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্ুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শুরুটা মনে রাখার মতো হল না ইংল্যান্ডের৷ সেডন পার্কের লাস্ট ওভার থ্রিলারে কিউয়িদের কাছে হার মানতে হল ব্রিটিশদের৷ সেদিক থেকে বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্মৃতি তিক্ত হয়ে রইল৷

সেডন পার্কে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ওপেনার জনি বেয়ারস্টো মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলেও জো রুটকে সঙ্গে নিয়ে জেসন রয় দলকে বড় রানের ভিতে বসিয়ে দেন৷ দু’জনের মিলে দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ করেন ৭৯ রান৷

ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে আসতে হয় জেসনকে৷ ৬৬ বলে ৪৯ রান করে তিনি আউট হন সান্টনারের বলে৷ টেস্ট অধিনায়ক রুট আউট হন ৭৫ বলে ৭১ রান করে৷ দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১২ রানের বেশি সংগ্রহ করতে পারেননি অলরাউন্ডার বেন স্টোকস৷

মিডলঅর্ডারে জোস বাটলার ৬৫ বলে ৭৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন৷ তিনি ৫টি চার ও সমসংখ্যক ছয় মারেন৷ মঈন আলি ২৬ বলে ২৮ রানের যোগদান রাখেন৷ ওকস আউট হন ১১ রানে৷ ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে৷

নিউজিল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার ও ইস সোধি৷ একটি উইকেট কলিন মুনরোর৷

পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে৷ মাত্র ২৭ রানের মধ্যে মুনরো (৬), উইলিয়ামসন (৮) ও গাপ্টিলের (১৩) উইকেট হারিয়ে বসে কিউয়িরা৷ টম লাথামকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ রস টেলর৷ চতুর্থ উইকেটের জুটিতে দু’জনে মিলে যোগ করেন ১৭৮ রান৷

লাথাম ৮৪ বলে ৭৯ রান করে আউট হন৷ ওয়ান ডে কেরিয়ারের ১৮ তম শতরান করে সাজঘরে ফেরেন টেলর৷ তাঁর ১১৬ বলে ১১৩ রানের ইনিংস ১২টি বাউন্ডারিতে সাজানো ছিল৷ হেনরি নিকোলস (০) ও কলিন ডি’গ্র্যান্ডহোম (২) দ্রুট আউট হয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন ৷ টিম সাউদিকে সঙ্গে নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ে কিউয়িদের জয় সুনিশ্চিত করেন সান্টনার৷

শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল নিউজিল্যান্ডের৷ একটি বাউন্ডারি ও একটি ছক্কায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন সান্টনার৷ শেষ পর্যন্ত ২৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি৷ সাউদি নটআউট থাকেন ব্যক্তিগত ৮ রানে৷ ৪৯.২ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড৷ ম্যাচের সেরা হয়েছেন টেলর৷

বড় রানের মুখ না দেখলেও কাম ব্যাক ম্যাচে ৪৩ রানের বিনিময়ে লাথাম ও গ্র্যান্ডহোমের উইকেট নিয়েছেন স্টোকস৷ এছাড়া ওকস নিয়েছেন দু’টি উইকেট৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST