খবর২৪ঘণ্টা.ডেস্ক: সৌহার্দ্যপূর্ণ আন্তঃবাহিনী সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
আজ রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন আইজিপি।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে পেশাদার আচরণ করতে হবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে আইন ও বিধি মোতাবেক ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হলে দ্রুততম সময়ে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি এ বিষয়ে অফিসার ও ফোর্সকে অবহিত করার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোপূর্বে প্রেরিত নির্দেশনাসমূহও যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জন