ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর একদিন পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।
শুক্রবার (৩ জুন) এক টুইটার পোস্টে এ তথ্য জানান প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি টুইট করে বলেন, আমি করোনভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমার করোনার মৃদু লক্ষণ রয়েছে। সব বিধিনিষেধ মেনে আমি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদেরকে সব প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।
একদিন আগে কংগ্রেস জানায়, সোনিয়া গান্ধী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং তিনি আইসোলেশনে রয়েছেন।
দলটি অবশ্য জানায়, সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদে হাজির হবেন।
প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, বুধবার সন্ধ্যায় শ্রীমতি সোনিয়া গান্ধীর হালকা জ্বর এবং অন্যান্য কোভিড লক্ষণ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দলের একজন নেতা বলেন, উত্তর প্রদেশের লখনউতে দুদিনের সফর সংক্ষিপ্ত করে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র দিল্লিতে ফিরে এসেছেন। সূত্র : এনডিটিভি
বিএ/