চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, বুধবার সরকারি ছুটি থাকায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।