1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সোনম কি মেহেন্দি: দেখে নিন অন্দরমহলের ছবি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সোনম কি মেহেন্দি: দেখে নিন অন্দরমহলের ছবি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: দেখতে দেখতে হয়ে গেল মেহেন্দি সেরিমনিও৷ সানটেকের ব্যাঙ্ক্যুয়েট হলে সোনমের মেহেন্দির অনুষ্ঠানে হাজির ছিলেন গোটা কাপুর পরিবারসহ আরও অনেকে৷ এই সেনটেকেই ৩৫ কোটি টাকা দিয়ে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টও কিনেছেন সোনম৷

পিঙ্ক এবং লাইল্যাক রঙের লেহেঙ্গা, গোল্ডেন এম্ব্রয়ডারি৷ সঙ্গে ছিমছাম সাজ৷ তাতেই বাজিমাত বলি ফ্যাশানিস্তা সোনমের৷ নায়িকার বিয়ের প্রতিটি আপডেট নিয়ে এখন মশগুল সিনেমহল থেকে প্রায় গোটা দেশ৷ ভেনিউ, ডেট, কাপুর ম্যানশনের সাজসজ্জা সবই প্রকাশ্যে এসে গিয়েছে৷ কিন্তু উন্মাদনা, উৎসাহ, কৌতূহল কোনও কিছুরই অন্ত নেই৷ বিয়ের নানান আচারনুষ্ঠানের অন্দরে ঢুকতে না পারলে ভক্তদের কি আর নিশ্চিন্তি আছে! সোশ্যাল মিডিয়ার দৌলতে বিয়ের প্রথম অনুষ্ঠান মেহেন্দির এক্সুলিভ কিছু ছবিও পৌঁছে গেল অনুরাগীদের কাছে৷

প্রথমেই দেখে নিন বনি কাপুর এবং জাহ্নবী কাপুরের ছবি৷ জাহ্নবীর ঝলকের জন্যই পাপারাৎজীর ভিড় জমে যায় তাঁর চারিপাশে৷ বলিউডের ডেবিউটান্ট বলে কথা৷ সাদা এবং সিলভার লেহেঙ্গায় অপূর্ব লাগছিল তাঁকে৷

খুশির পরণে ছিল নীল রঙের লেহেঙ্গা৷ অন্যদিকে বনি কাপুরকে দেখা গেল কালো পাঞ্জাবী এবং বেগুনি কোট পরে৷ শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান৷ নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক৷ কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সোনমের বিশেষ দিনে হাজির হলেন বনি, খুশি এবং জাহ্নবী৷

কনের বাবা অনিল কাপুরের সঙ্গে সেলফিতে মজেছেন তাঁর ছবি ‘নায়ক’র কোস্টার রানি মুখোপাধ্যায় এবং বলি পরিচালক-প্রযোজক করণ জোহারের সঙ্গে৷ সেলফিটির ইউএসপি হল তাঁদের প্রত্যেকের পোশাকের রঙ ছিল সাদা৷ তিনজনেই ভালোই টিউনিং করলেন সাদা আউটফিটে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাভেদ আখতারও৷ সবুজ রঙের পাঞ্জাবী পরেছিলেন তিনি৷ অন্যদিকে নীল শাড়িতে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন কিরণ খের৷

কথায় বলে না, ”Save the best for last”. অবশেষে দেখা পাওয়া গেল হবু দম্পতির৷ একসঙ্গে বসে সোনম এবং আনন্দ পোজ দিলেন ক্যামেরায়৷ নিমেষের মধ্যে লাইমলাইট কেড়ে নিলেন এই কাপল৷ সোশ্যাল মিডিয়ায় সেই কয়েকটি ছবি এখম ঝড়ের বেগে ভাইরাল হয়ে চলেছে৷ সঙ্গে রয়েছে সোনমের ক্লোজ আপ পিকচার৷ কনুই পর্যন্ত ভর্তি মেহেন্দির ইউনিক ডিজাইনে৷

খবর২৪ঘণ্টা.কম/জন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST