খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ‘সাহো’র শুটিং শুরু করেছেন প্রভাস এবং শ্রদ্ধা কাপুর। এবার এবার টিম ‘সাহো’র সঙ্গে যুক্ত হলেন অভিনেতা নীল নিতিন মুকেশও। কিন্তু, ‘সাহো’র শুটিং করতে গিয়ে প্রভাসকে নিয়ে কি বললেন নীল নিতিন মুকেশ?
নীল নিতিন বলেন, প্রভাস খুব ভাল একজন মানুষ। যিনি বাহুবলী-র মত ব্লকবাস্টার দিয়েছেন। এত বড় একজন অভিনেতা হয়েও কীভাবে মাটির কাছাকাছি থাকতে হয়, প্রভাসের কাছ থেকে তা শেখা উচিত বলেও মন্তব্য করেন নীল নিতিন। আর এসবের জন্যই প্রবাস একজন বড় মাপের অভিনেতা বলেও মন্তব্য করেন নীল নিতিন মুকেশ।
ইতিমধ্যেই হায়দরাবাদে ‘সাহো’র শুটিং শুরু হয়েছে। ১৫০ কোটির সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রভাসের ভক্তদের মধ্যে উত্সাহ বাড়তে শুরু করেছে। আর এবার প্রভাসের সঙ্গে শুটিং করতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন নীল নিতিন মুকেশ।
খবর২৪ঘণ্টা.কম/জন