নিজস্ব প্রতিবেদক : বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষে সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে রাজশাহী পবায় আলোচনা সভা ও ম্যারাথন অ্যাপসের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে পবা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ ইবি মেকানাইজড বগুড়ার মেজর
মনিরুজ্জামান সৈকত। আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ৪০ ইবি মেকানাইজড বগুড়ার সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামস্ ও অন্যান্য নেতৃবৃন্দ। জানানো হয়, চলতি মাসের ১৭ ফেব্রয়ারী সকাল ৯টায় গেঞ্জি পরে দৌড় প্রতিযোগিতায় অংশ নিবে। এই উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এস/আর