খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে দেয়া এক বছরের জামিনের আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। শনিবার বন্ধের দিন ব্যবস্থায় শুনানি শেষে হাইকোর্ট আগের দেয়া আদেশ প্রত্যাহার করে নেন।
এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুহুল আমিনকে এক বছরের জামিন দেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে নির্যাতিতা ওই নারীর সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়।
এর জেরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন তার বাড়িতে গিয়ে স্বামী-সন্তাদের বেঁধে তাকে গণর্ধষণ ও মারধর করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ