সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২১ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ঘোষণা করেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্যানেলের সভাপতি পদে এবং বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সোমবার রাতে আইনজীবী ফোরামের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সুপ্রিম কোর্ট বারে ১৪টি পদে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়। দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মার্চের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হতে পারে।
জেএন