1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুজানগরে আলাদা ঘটনায় দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

সুজানগরে আলাদা ঘটনায় দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুন, ২০১৮

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে আলাদা ঘটনায় দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাস্তার পাশে গাছচাপায় দুই স্কুলছাত্র এবং বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ও দুপুরে এসব দূর্ঘটনা ঘটে।
মৃত দুই স্কুলছাত্র হলো-সুজানগর পৌর সদরের হাসপাতালপাড়া এলাকার বসু হালদারের ছেলে ও সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র কিশান হালদার (৭) ও একই এলাকার বাসু হালদারের ছেলে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রুপম হালদার (৮)। তারা আপন চাচাতো ভাই। আর বিদ্যুতায়িত হয়ে মৃত যুবক হলো-ভবানীপুর মহল্লার জাহাঙ্গীর হোসেন (২৪)।

তিনটি মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল আলম জানান, সোমবার বিকেলে সুজানগর হাসপাতালের পিছনের রাস্তা সংস্কার কাজ করতে ভেকু গাড়ি দিয়ে রাস্তার পাশের বড় বড় গাছ কাটছিল ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। এ সময় রাস্তার পাশর্^বর্তী মাঠে খেলাধুলা করা অবস্থায় কয়েকটি গাছ উপড়ে তিন শিশুর মাথার উপর পড়ে। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশান হালদারকে মৃত ঘোষনা করে। পরে আহত অপর দুই শিশু রুপম হালদার ও শিমুল হালদারকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় রুপম হালদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুপম মারা যায়। বর্তমানে শিমুল পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে আলাদা ঘটনায় একইদিন দুপুরে যুবক জাহাঙ্গীর হোসনে নিজ বাড়িতে ফ্যানের পাখা পরিস্কার করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি শরিফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তবে কোন ঘটনাতেই থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে, ঘটনার পরপরই সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST