1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে সিলেট। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে সুবিদ বাজারে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে।

দুপুর ১টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারের দিকে যান।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team