লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরা সিরিয়ান শহর আলেপ্পোর কাছে বিমান হামলায় অন্তত ৩৬ জনের প্রাণ গেছে। বিভিন্ন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বেশ কয়েকটি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওইএচআর) বলেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের গুদাম।
ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।
দুটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নিহত ৩৮ জনের মধ্যে পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধা রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেসামরিক নাগরিকদের পাশাপাশি সিরিয়ান সামরিক কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এসওইএচআর বলেছে, কয়েক ডজন লোক আহত হয়েছেন। এটি আরও বলেছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কয়েকটি স্থানে হামলা হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপরই হামলা হয়েছে। এসব গোষ্ঠী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের গুরুত্বপূর্ণ সমর্থক।
৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এর পর থেকে সিরিয়ায় হামলা বেড়েছে। অবশ্য হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর বারবার রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নতুন এ বিমান হামলা আলেপ্পোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চালানো ড্রোন হামলার সঙ্গেই ঘটেছে। এতে আরও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুত্র- বিবিসি
বিএ…