জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের ইবি রোডের পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুপুরে শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং অমর কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৬টি মামলায় পরোয়ানা ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ