জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস উল্টে এক দম্পতি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে বাসের আরো অন্তত ৭ যাত্রী।
নিহতরা হলেন— রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)।
আজ রোববার রাতে উপজেলার দবিরগঞ্জ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দেশ ট্রাভেলর্সের একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। পথে রাত ১টার দিকে বাসটি দবিরগঞ্জ এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা এক দম্পতি নিহত ও অপর সাত যাত্রী আহত হয়েছে।
তিনি জানান, নিহত দম্পতি ওমরা হজ পালনের জন্য রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ