জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে ফেন্সিডিলসহ রুহুল আমীন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার নাইট এ্যাংগেল হোটেলের সামনে থেকে তাকে আটক করে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী রুহুল আমীন বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার মানকিভাঙ্গা গ্রামের মৃত আজহার আলীর ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস জানান, দুপুরে পাবনা থেকে সিলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৭৭৭৪) ঢাকা যাচ্ছিলো।
বাসটি সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার নাইট এ্যাংগেল হোটেলের সামনে পৌছলে পুলিশ বাসটিতে তল্লাশী চালায়। এ সময় ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রুহুল আমীনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ