সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে রাজশাহীগামী তুলাবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে কড্ডাগামী ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন মারা যান এবং হাসপাতালে একজন মারা যান। গুরুতর আহত হন আরো দু’জন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। ভর্তির পর আরেকজন মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। এ দিকে দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ গাড়ি চলাচল স্বাভাবিক করে।
খবর২৪ঘন্টা/নই