জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল গোলচত্বর-বগুড়া মহাসড়কের ঘোগা হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার চরবাগডহরা গ্রামের ইউনুছ আলীর ছেলে আশিক আহম্মেদ ওরফে শুভ (২০), একই জেলার তারাগঞ্জ উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে (২০) ও বগুড়ার শেরপুর উপজেলার নন্দতেঘরী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমান বাবু (২৩)।
খবর২৪ঘণ্টা.কম/রখ