সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিন অটোরিকশা যাত্রী। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলকুচি থানার ওসি (তদন্ত) নুর-এ-আলম জানান, যাত্রীবাহী অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে বেলকুচি যাবার পথে রাজাপুুুর এলাকায় চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাটির আরও তিন যাত্রী। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই