খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বাসচাপায় আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা পোড়াবাড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বিকেলে কোনাবাড়ি চৌরাস্তায় বৃদ্ধ আবু তাহের রাস্তা পার হচ্ছিলেন। এসময় উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ