বিনোদন,ডেস্ক: আগামী ১৪ জুলাই আনুষ্ঠানিক চুক্তি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘নতুন মুখের সন্ধানে’। অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন শুরু হবে ২৯ জুলাই থেকে।
১৪ জুলাই রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা হচ্ছে চতুর্থবারের মতো। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিএফডিসি তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল।
এর মাধ্যমেই অভিনয়ে এসেছিলেন সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খান এবং প্রয়াত মান্না ও দিতির মতো তারকারা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।