আব্দুস সালাম শাহীন শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের গুয়াগাছি গ্রামে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত এক ব্যাক্তি সিঁধ কেটে ঘরে প্রবেশ করে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গলা কাটা আতংক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের কামরুল সেখের মেয়ে জয়লা গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রি কামনা খাতুন লেখাপড়া শেষে রাতের খাবার খেয়ে তার কক্ষে ঘুমাতে যায়। পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে পড়লে সেই সুযোগে গত মঙ্গলবার রাত ১ টার দিকে অজ্ঞাত এক ব্যাক্তি ওই ছাত্রির কক্ষের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে গলা কাটার উদ্দ্যেশে ঘুমন্ত অবস্থায় ছাত্রিটির বুকের উপর উঠে বসে। পরে ছাত্রিটি টের পেয়ে
চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে গেলে হত্যাকারি পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে গলা কাটা আতংক বিরাজ করছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, মৌখিক অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অজ্ঞাত দুর্বৃত্তকে আটকের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন