1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাহিত্যের প্রতি আকর্ষণ না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: কথাসাহিত্যিক হাসান আজিজুল - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

সাহিত্যের প্রতি আকর্ষণ না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: কথাসাহিত্যিক হাসান আজিজুল

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :
উপমহাদেশের প্রখ্যাত কথা শিল্পী অধ্যাপক হাসান আজিুল হক বলেছেন,সাহিত্যিকরা আলোকিত মানুষ। সাহিত্য মানুষকে সুন্দর ও বড় করে।
যে মানুষের সাহিত্যের প্রতি আকর্ষণ থাকে না সে মানুষ বড় হতে পারে না। গতকাল শনিবার সকালে নগরীর কাজিহাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী সাহিত্য পরিষদ আয়োজিত লেখক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক হাসান আজিজুল হক আরো বলেন, সাহিত্য  মানুষকে বেঁচে  থাকতে উৎসাহিত করে। মানুষের সম্পর্ককে সুদৃঢ় ও উন্নত করে। আর সাহিত্য সমাজ থেকে
রস সংগ্রহ করে।
দেশকে ভালবাসতে শেখায়। আর সাহিত্য এমনই একটা জিনিষ যে এতে মানুষ যত উপরে উঠবে পৃথিবীটাকে ততই সমান দেখবে। তাই  যারা এখানে এসেছেন তারা যেন মনটাকে সাবলীল ও বড় করে ফিরে যান।
অনুষ্ঠানের শুরুতে সম্মেলনের উদ্বোধন করেন রাবি’র সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ ওসমান গণি তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশিকুল ইসলাম সম্রাট ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন। তিনি সমাপনী বক্তব্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পরে দ্বিতীয় অনুষ্ঠানে সেমিনার ও তৃতীয় অনুষ্ঠান মোড়ক উন্মোচন মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

 

খবর২৪ঘন্টা /এম কে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST