ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

সালমান নন, খান পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে ক্যাটরিনা!

admin
ডিসেম্বর ১২, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: দিন কয়েক পরেই মুক্তি পাবে সালমান খান-ক্যাটরিনা কাইফের ‘টাইগার জিন্দা হ্যায়’। বহু দিন পর অনস্ক্রিন এই জুটিকে দেখবেন দর্শক। কিন্তু তার আগে সালমান নন, খান পরিবারেরই অন্য এক সদস্যের সঙ্গে ডেট করলেন ক্যাটরিনা।

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। কারণ সম্প্রতি রানি মুখার্জি-আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে অর্পিতার ছেলে আহিলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ক্যাটরিনা। আর সেই ছবি ভিডিও পোস্ট করে অর্পিতা লেখেন, ‘আহিলস্ ডেট অ্যাট আদিরাস্ পার্টি। ’

ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন হাতে নিয়েছেন ক্যাটরিনা। তার কোলে বসে আহিল পার্টি এনজয় করছে। সম্প্রতি আদিরার জন্মদিনে হাজির ছিলেন বলি মহলের প্রথম সারির তারকারা।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।