বিনোদন,ডেস্ক: সর্বশেষ ‘কলঙ্ক’ সিনেমায় দেখা গেছে কিয়ারা আদভানিকে। বরুণ ধাওয়ানের সঙ্গে বিশেষ গান ‘ফার্স্টক্লাস’-এ নেচেছিলেন। ২০১৪ সালে ‘ফুগলি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা এই অভিনেত্রীর প্রকৃত নাম কিন্তু কিয়ারা আদভানি নয়!
সম্প্রতি বিষয়টি খোলাসা করেছেন তিনি। কিয়ারার আসল নাম আলিয়া। আর এই নাম বদলে ফেলেছিলেন খোদ সালমান খানের পরামর্শে।
কিয়ারা জানান, সালমান তাকে এই নাম বদলাতে বলেছিলেন। কারণ, তত দিনে বলিউডে আলিয়া ভাটের বেশ নাম ছড়িয়েছে। ভাইজান বলেছিলেন, বলিউডে একই নামে দুই অভিনেত্রীর টিকে থাকা মুশকিল।
সেই পরামর্শ মেনে আলিয়ার বদলে কিয়ারা নাম সিনেমায় পা রাখেন। এখন নতুন নামটি এত বেশি প্রচলিত হয়ে গিয়েছে যে, তার বাবা-মাও মাঝে মাঝে কিয়ারা বলেই ডেকে ফেলেন।
তবে ‘কিয়ারা’ নামটি তিনি নিজেই পছন্দ করে রেখেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
কিয়ারা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, লাস্ট স্টোরিজ ও ভারত আনে নেনু (তামিল)।
মুক্তির অপেক্ষায় আছে কবীর সিং, গুড নিউজ, লক্ষ্মী বম্ব ও শেরশাহ। সবকটি সিনেমায় রয়েছে শহীদ কাপুর, অক্ষয় কুমারের মতো বলিউডের প্রথম সারির তারকারা।
খবর২৪ঘণ্টা, জেএন