1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সালমানকে কটাক্ষ করে হিরানির জবাব - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

সালমানকে কটাক্ষ করে হিরানির জবাব

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক:সঞ্জয়ের চরিত্রে একমাত্র তাঁকেই মানায়৷ সঞ্জুর চরিত্রে সঞ্জয়ের থেকে ভালো অভিনয় কেউ করতে পারবেন না৷ ‘সঞ্জু’ ছবি নিয়ে এমনটাই দাবি করেছিলেন সলমন খান৷ সেই কথার পরিপ্রেক্ষিতে রণবীর কাপুর জবাব দিয়েছিলেন৷ তবে খুবই সাধারণ ছিল তাঁর উত্তর৷ পরিচালক এতদিন চুপ করে থাকলেও হঠাৎই খানিক গর্জে উঠলেন৷ সলমনকে তাক করে ছুঁড়ে দিলেন তাঁর জবাবের তীর৷ রণবীরের পক্ষ নিয়ে নিজের বক্তব্য রাখলেন হিরানি৷ রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় দত্তের অস্বাভাবিক মুখের মিল দেখেই নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁকে নিয়েই ছবিটি করার৷ বায়োপিক যাঁকে নিয়ে তৈরি হচ্ছে তিনি কখনওই সেই বায়োপিকে অভিনয় করেন না৷

রাজকুমার হিরানি সম্প্রতি জানিয়েছেন, “ছবিতে সঞ্জয়ের বয়স্ক চরিত্রটা একবার ভেবেছিলাম সঞ্জয় দত্তকে দিয়েই করাবো৷ কিন্তু তারপরই মনে না দরকার নেই, পুরো ব্যাপারটাই অদ্ভুত দেখাবে৷ কারণ একবার দর্শক দেখছে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর অভিনয় করছেন, আবার হঠাৎ একই চরিত্রে অভিনয় করতে শুরু করলেন সঞ্জয়৷ এই একটা জিনিস পুরো ফিল্ম টার এসেন্স নষ্ট করে দেবে৷ সঙ্গে সঙ্গে দর্শকরা ডিসকানেক্টেড হয়ে যাবে৷ দর্শকের সঙ্গে ছবির কানেকশনটাই নষ্ট হয়ে যাবে৷”

‘রেস থ্রি’র প্রোমোশনে এসে সলমন জানিয়েছিলেন, “সঞ্জয়ের যখন মনে হবে ওঁ কামব্যাক করতে চায়, ওঁ করবে৷ আমার মনে হয় সঞ্জয়ের কামব্যাকটা ‘সঞ্জু’ ছবির মাধ্যমে হতে পারত৷ আমার ট্রেলার, টিজার দেখে মনে হয়েছিল, ওঁর জায়গায় অন্য কেউ কেন? কোনও অভিনেতার পক্ষে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করা সম্ভব নয়৷ ছবির শেষের দৃশ্যহুলো, যেখানে সঞ্জুর এখনকার বয়স দেখানো হয়েছে, সেখানে সঞ্জয় নিজেই অভিনয় করতে পারতেন৷ ওঁকে ছাডা় আর কাউকেই আমার ওঁর চরিত্রে ভালো লাগে না৷”

এর উত্তরে রণবীর কাপুর বলেছিলেন, “আজ পর্যন্ত কেউ নিজেরই চরিত্রে বায়োপিকে অভনয় করেননি৷ সেটা ছবিটাকে নষ্ট করে দেয়৷ চরিত্রটার ওপর খারাপ একটা প্রভাব ফেলে৷” তবে নেটিজেনরা সলমনের এই মন্তব্যে পেয়েছেন জেলাসির গন্ধ৷ তাদের মনে সলমন নিজে একজন ভাল অভিনতা নন৷ তার ওপর সঞ্জুর বায়োপিকের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ মুভিতেও তাঁকে অভিনয় করতে দেখা যায় না৷ সম্প্রতি গুগলেও তাঁর নাম র ক্যাটাগরিতে এসে গিয়েছিল৷ এবং অন্যদিকে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক হিসেবেও রণবীরকে অপছন্দ করেন সলমন৷ এসব কারণই নাকি লুকিয়ে রয়েছেন সলমনের এমন মন্তব্যের পেছনে৷
খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST