1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সারাহ হত্যাকাণ্ডে শোকার্তদের ওপর চড়াও লন্ডন পুলিশ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

সারাহ হত্যাকাণ্ডে শোকার্তদের ওপর চড়াও লন্ডন পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মারচ, ২০২১

অপহরণের পর নিহত সারাহ এভারার্ডের প্রতি শোকার্তদের ওপর চড়াও হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ লন্ডনের ক্ল্যাফার্ম এলাকার একটি পার্কে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়।

বিপণনকর্মী সারাহ এভারার্ড হত্যায় এক পুলিশকে দায়ী করে তাকে আদালতে তোলার কয়েক ঘণ্টা পর শোকার্ত লোকজন বাইরে বের হয়ে আসেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হঠাৎ এই শোক সমাবেশের কোনো অনুমতি না থাকায় পুলিশ এতে বাধা দেয়।

পুলিশ সদস্যেরা শোক সমাবেশে অংশ নেওয়া নারীদের অনেককে হাতকড়া পরিয়ে সেখান থেকে জোরপূর্বক সরিয়ে নেয়। জননিরাপত্তার কথা বলে পুলিশ চারজনকে আটক করার কথা জানিয়েছে।

পুলিশের এমন আচরণে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডেম ক্রেসিডা ডিকের পদত্যাগের দাবি তুলেছেন লিবারেল ডেমোক্র্যাট পার্লামেন্ট সদস্য এড ড্যাভি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পুলিশকে ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

লন্ডনের মেয়র ও লেবার পার্টির নেতা সাদিক খান টুইটবার্তায় বলেছেন, পুলিশের কোভিড আইন বাস্তবায়ন করার অধিকার রয়েছে, কিন্তু ছবিতে যা দেখলাম, তা অপরিণামদর্শী এবং কোনোভাবেই যথাযথ নয়।

জরুরি ভিত্তিতে লন্ডন পুলিশ কমিশনারকে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন তিনি।

লন্ডন পুলিশ গতকাল রাতে জন নিরাপত্তা, জনস্বাস্থ্য ও সমাবেশের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ‘রিক্লেইম দিস স্ট্রিটস’ নামে প্রতিবাদকারীদের একটি গোষ্ঠী।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের যে দায়িত্ব তারা শুধু সেটি পালন করেছে। সূত্র : রয়টার্স

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST