খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রেকর্ড ৩৯ উইকেট তুলে নিয়ে তাক লাগিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আবাহনী লিমিটেড হয়ে চ্যাম্পিয়ন হবার পর গত দুই সপ্তাহ বিশ্রামেই কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দূরে আছেন তাই আপাতত আর্ন্তজাতিক পর্যায়ে খেলা নেই। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে ফিট রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারাকা। আর তাই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে খেলবেন ডান-হাতি এই পেসার।
আগামী কাল মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামছেন ম্যাশ।
অলিখিত ফাইনাল ম্যাচে মাশরাফিকে পেয়ে স্বাভাবিকভাবেই মনোবল আরও শক্ত হয়েছে দক্ষিণাঞ্চলের শিবিরে।।
বিসিএলে ষষ্ঠ রাউন্ডে মাঠে নামার আগে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে উত্তরাঞ্চল। আর ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাশরাফির দল।
পয়েন্ট ব্যবধান অনেক হলেও এখনও শিরোপার আশা ছাড়েননি অধিনায়ক নুরুল হাসান সোহান। আর মাশরাফিকে দলে পাওয়ায় সেই প্রত্যাশা আরও বেড়ে গেছে বলে মনে করেন তিনি।
দেশের হয়ে তার পরবর্তী মিশন জুলাইয়ে। মাঝের এ সময়ে তাই নিজেকে ফিট রাখতে লম্বা ফরম্যাটকে বেছে নিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্যারিয়ারের মূল সময়টা ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে করতেই কাটিয়েছেন মাশরাফি। ফিটনেস নিয়ে দুশ্চিন্তা তার সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক। তা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন এ পেসার।
নিয়মিতই জিম ও রানিং করেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তবে এ অনুশীলনের পাশাপাশি ম্যাচ অনুশীলনের তাগিদটাও অনুভব করেন তিনি। তা ভেবেই প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেলেছেন। এবার বিসিএলেও খেলছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ