1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাদপন্থী নেতা মুয়াজ ৩ দিনের রিমান্ডে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০:৫৪ পূর্বাহ্ন

সাদপন্থী নেতা মুয়াজ ৩ দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১৮ ডিসেম্বর গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজ‌তেমা ময়দা‌নে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার মুসল্লির মৃত‌্যু হয়। এর পরদিন (১৯ ডিসেম্বর) রাতে মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, মামলায় ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাকে আদালতে হাজির করা হলে আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST