1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাত কোটি জলে যেতে পারে রাজস্থানের,অনিশ্চিত আইপিএল জোফরার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

সাত কোটি জলে যেতে পারে রাজস্থানের,অনিশ্চিত আইপিএল জোফরার

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পিএসএলে পরপর দু’ম্যাচে দুরন্ত বোলিং করার পরই চোটের কবলে জোফরা আর্চার৷সাইড স্ট্রেনের কারণে পাকিস্তান সুপার লিগের প্রথম দু’ম্যাচ খেলার পরই ছিটকে গিয়েছেন জোফরা৷ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিয়ান তরুণ এই অলরাউন্ডারকেই টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা আবিষ্কার মনে করা হচ্ছে৷আইপিএল নিলামে তরুণ সেনসেশনকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস৷তবে পাকিস্তানের সুপার লিগে তাঁর চোটের পর আইপিএলে জোফরার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷

দেশের হয়ে এখনও অভিষেক না-হলেও বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে ইতিমধ্যেই পরিচিতি তৈরি করে নিয়েছেন তরুণ এই ক্রিকেটার৷২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টিতে খেলা শুরু করেন জোফরা৷এরপর ২০১৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সর্বোচ্চ উইকেট পান তিনি৷

টম কুরানের পরিবর্ত হিসেবে এরপর বিগ ব্যাস লিগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেন জোফরা৷লিগে ১০ ম্যাচে ১৫টি উইকেট ও কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন তরুণ সেনসেশন৷ জানুয়ারির আইপিএল নিলামে ৭.২০ কোটি টাকায় জোফারকে কেনে রাজস্থান রয়্যালস ফ্যাঞ্চাইজি৷সম্প্রতি পাকিস্তান ক্রিকেট লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের হয়ে দুই ম্যাচ পাঁচ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার৷এরপরই সাইড স্ট্রেনের চোটে জেরবার হয়ে লিগ থেকেই ছিটকে যান ৷পুরোপুরি সুস্থ হয়ে কবে বাইশ গজে ফিরবেন সেটাও নিশ্চিত নয়, তাই কপালে হাত রাজস্থান ফ্যাঞ্চাইজির৷সাত কোটি জলে যেতে পারে রাজস্থানের৷৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান৷তার আগে জোফরার সেরে ওঠার সম্ভবনা নেই বললেই চলে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST