ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

অনলাইন ভার্সন
নভেম্বর ২৮, ২০১৭ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: সাতক্ষীরার আলিপুরে ইমান আলি (৫৫) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে এ ঘটনা ঘটে।
নিহত ইমান আলি আলিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন শেখ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ আহমেদ জানান, ইমান আলি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে নিয়ে আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে তাকে কুপিয়ে হত্যা করে মরাদেহ পুকুরে ফেলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমান আলির মাথায় ও শরীরে একাধিক স্থানে ধারাল অস্ত্র দিয়ে কোপানো ও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।