খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অনধিক দুই বছর কারাদণ্ড ও এক লাখ জরিমানার বিধান রেখে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের সবক্ষেত্রেই শাস্তি ও জরিমানা বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটিতে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিব বলেন, ‘লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার, নিবন্ধন না করে ব্যবসা ও পণ্য রপ্তানির ক্ষেত্রে বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে আইনে।’
‘আইনের কোনো ধারায় কাভার না করে এমন অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা জরিমানা করা যাবে। একই অপরাধ দুইবার করলে শাস্তি দ্বিগুণ রাখার বিধান রয়েছে ওই আইনে’ জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, বৈঠকে পাটনীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংজ্ঞা চিহ্নিত করা হয়েছে। কৌশলগত অগ্রাধিকার চূড়ান্ত করা হয়েছে। এতে মিশন-ভিশন যুক্ত করা হয়েছে।
শফিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কথা বলেছেন। ভারত সফরকালে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন। এ সংকট সমাধানে তিনি ভারতের সহায়তা চেয়েছেন।’
খবর২৪ঘণ্টা.কম/নজ