নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছয় বছরেও বিচারকার্য ও তদন্তের অগ্রগতি না হওয়ার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। রোববার সকালে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আরটিজেএর সভাপতি আহসান হাবিব অপ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান আনিসুজ্জামান, এসএ টিভির ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম।
মানববন্ধন থেকে দ্রুত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত করে খুনের শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়াও রাজশাহীতে কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ