খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের এগারোতম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একর পর এক চমক দেখিয়ে চলেছেন তিনি। গতরাতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। আর সেই সুর ধরেই হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে।
ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড। লক্ষ্মণ আরও বলেন, সাকিব প্রায় এখন দু’টি করে উইকেট নিচ্ছে। তাছাড়া রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।
এছাড়া হায়দরাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক উল্লেখ করে লক্ষ্মণ বলেন, আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট।
উল্লেখ্য, গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট হাতে ১৪৭ রানেই আটকে যায় হায়দরাবাদ। যেখানে সাকিব করেন ৩৫ রান। অন্যদিকে বল হাতে নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারে জ্বলে উঠতে থাকা কোহলিকে আউট করেন টাইগার এই অলরাউন্ডার।
খবর২৪ঘণ্টা.কম/নজ