খবর২৪ঘন্টা ডেস্ক : প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং নথি চুরির মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিচারিক আদালত এই আদেশ দেন।
রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলায় চূড়ান্ত প্রতিবেদন দানের পর আদালত তাকে অব্যাহতি দিয়েছে।
২০২১ সালের ১৬ মে রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী চুরির অভিযোগ এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রীয় গোপন নথি সরানোর ও অনুমতি ছাড়াই ছবি তোলার অভিযোগে মামলা করা হয়েছিল।
বিএ…