1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিকদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশি কার্যক্রম গতিশীল করা সহ সার্বিক বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ানের সাথে মতবিনিময় করেছেন সাংবাদিকরা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা এ মতবিনিময় করেন।

এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর তিন মাসেও রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার না হওয়া উদ্বেগ জনক । একই সাথে কিশোর গ্যাং ও বাইক পার্টির দৌরাত্ম বেড়ে যাওয়ায় সামগ্রীক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। এতে ছিনতাই, খুন ও রাহাজানি বেড়ে যাওয়ায় সচেতল মহল উদ্বিগ্ন। একসাথে পুলিশের কোন কোন কর্মকর্তা আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে গোপন যোগাযোগ রক্ষা করায় সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে। এছাড়া ছিনতাইকারীদের গ্রেপ্তার না করে তাদের আগাম তথ্য দিয়ে দেয়া হচ্ছে। যা বেশ উদ্বেগের।

এসময় আরএমপির বিতর্কিত বোয়ালিয়া মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ ও ওসি তদন্ত তাজমুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তাদের অপসারণের দাবি জানান সাংবাদিকরা। সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু বলেন, আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। আরএমপিতে স্বৈরাচারী কোনো দোসরের স্থান হলে আমরা তা কখনো মেনে নেব না। তাদের অপসারণ করা না হলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে বাধ্য হব।

এসব ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, পুলিশ দেশ ও জনগনের জন্য কাজ করবে। কেউ কোনো অনিয়ম করলে ছাড় পাবে না। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আরএমপি কমিশনার।

এসময়, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভাপতি নজরুল ইসলাম জুলু, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যানেল আই এর সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, অর্থ সম্পাদক মো. রনিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST