খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কওমি সনদের সরকারি স্বীকৃতির পর এবার একাযোগে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন। সোমবার তারা চাকরিতে যোগ দেবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বলেছে, বাংলাদেশের ইতিহাসে এক সাথে এত কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।
জানা গিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগ দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে যোগ দেয়ার পর তিন দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন তারা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে বেলা আড়াইটায় ওই কর্মশালা হবে। উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্নাতকোত্তর ডিগ্রির সমান মর্যাদার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। যার পথ ধরে কওমির ডিগ্রিধারীরা এখন সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ