খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সম্পত্তির জন্য বাবার গলা কেটে হত্যার পর মাথা নদীতে আর দেহ জঙ্গলে ফেলে দেয় পাষণ্ড সন্তান। পুলিশ মরদেহ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনও সম্পন্ন করে। এদিকে হত্যার পর ভুয়া মোবাইলের ফোন নম্বর ব্যবহার করে বাবা নিখোঁজের সংবাদ জানিয়ে নিজেই থানায় সাধারণ ডায়রি করেন।
অন্যদিকে নিহতের ভাই আদালতে মামলা দায়ের করেন। মামলায় পাষণ্ড ওই সন্তানের মা, ভাই ও বোনসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার তদন্তে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক তথ্য।
গতকাল বুধবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যায় অংশ নেয়া গ্রেফতার এক আসামির আদালতে দেয়া স্বীকারোক্তির বরাত দিয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। নিহত ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামের বাসিন্দা হাজী উমর আলী (৬৫)। তিনি দুটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী ও সন্তানরা এমন লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটান বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আরও বলেন, হত্যায় সরাসরি অংশ নেয় তিনজন। পরিকল্পনা ও সহযোগিতায় জড়িত ছিলেন আরও একাধিক ব্যক্তি। সোর্স নিয়োগ ও প্রযুক্তির ব্যবহার করে হত্যায় সরাসরি অংশনেয়াদের মধ্যে মনির আহমেদ (৩০) নামে একজনকে সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সাধারণ কৃষক সেজে পুলিশ তাকে গ্রেফতার করে। সে জকিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ নয়াগ্রাম এলাকার এমাদ উদ্দিনের ছেলে।
পরে মনিরের দেয়া তথ্যে তার শাশুড়ি একই জেলার বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামের মৃত জুবেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। মনিরকে নিয়ে হত্যার ঘটনাস্থল কালাইউড়ায় সোনাই নদীর তীরে যাওয়া হয়। পরে বিয়ানীবাজার থানা পুলিশের দেয়া তথ্যে সেখান থেকে মস্তকবিহীন বেওয়ারিশ মরদেহের কঙ্কাল উদ্ধারের ঘটনা জানা যায়। থানায় নিহতের জ্যাকেটসহ কাপড় দেখে গ্রেফতার মনির তা শনাক্ত করে। এসব ঘটনার বর্ণনা দিয়ে বুধবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন- জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
আলামত হিসেবে উদ্ধার করা নিহতের কাপড়
জবানবন্দিতে তিনি জানায়, নিহত হাজী উমর আলীর ছেলে কাউসার আহমেদ সিলেট এমসি কলেজে পড়াশোনা করতেন। সিলেটে একটি মুরগির দোকানে কাজ করতেন মনির আহমেদ। সেখানেই তাদের মধ্যে পরিচয় হয়। তিনি কাউসারকে মামা বলে ডাকতেন। একদিন কাউসার নিজের এলাকার একজন খারাপ লোককে শায়েস্তা করতে হবে বলে জানান। এতে তিনিও রাজি হয়ে যান। পরে পরিকল্পনা অনুযায়ী বাবা হাজী উমর আলীকে তিনি বিয়ানীবাজারের কালাইউড়ায় নিয়ে যান। সেখানে মনিরসহ অন্যান্য আসামিদের সহায়তায় তাকে গলা কেটে হত্যার পর মাথা নদীতে ফেলে দেয়। মরদেহ একটি টিলায় ফেলে রাখে।
হত্যার পর তিনি কাওয়াসারের কাছ থেকে পাঁচ হাজার টাকাও নেন। ওইদিন রাতে মনিরের শ্বশুরবাড়িতে খাওয়া-দাওয়া ও রাত যাপন করেন হত্যাকারীরা।
পুলিশ জানায়, নিহত হাজী উমর আলী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথম স্ত্রী আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। প্রথম স্ত্রীর সন্তান কাউসার আহমেদ গত বছরের ৩১ ডিসেম্বর সকাল ৯টায় মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে মামলার আপসের কথা বলে প্রথমে হবিগঞ্জ এবং পরবর্তীতে সিলেট যেতে বলেন। ছেলের কথা মতো তিনি প্রথমে হবিগঞ্জ এবং পরবর্তীতে সিলেট যান। কিন্তু যাওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
গত ৬ জানুয়ারি কাউসার আজমিরীগঞ্জ থানায় বাবার নিখোঁজের সংবাদ জানিয়ে সাধারণ ডায়েরি করেন। এতে নিজের ভুয়া মোবাইল ফোন নম্বর ব্যবহার করেন। সাধারণ ডায়েরি করার পর বাড়িতে এসে তিনি বাবার পালিত চারটি গরু বিক্রি করে দেন। বাবার জমির দলিলপত্র নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এতে স্বজনরা বাধা দেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় চাচা মো. নায়েব আলীর। বাবার নিখোঁজে ছেলে ব্যথিত হওয়ার বদলে গরু বিক্রি করছে, জমির দলিপত্র খুঁজছে। এ অবস্থায় তিনি ভাবি, ভাতিজা, ভাতিজিসহ পাঁচজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য আজমিরীগঞ্জ থানায় প্রেরণ করেন। এরপর থেকে কাউসার আহমেদসহ তার সঙ্গীয়রা আত্মগোপন করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ আবু হানিফকে। তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমের সহায়তা ও নির্দেশনায় মামলাটির তদন্ত শুরু করেন। বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করেন। একই সাথে প্রযুক্তির মাধ্যমেও আসামিদের শনাক্ত করার চেষ্ট অব্যাহত রাখেন। অবশেষে হত্যায় সরাসরি অংশ নেয়া মনির আহমেদকে শনাক্ত করে তাকে গ্রেফতারে অভিযানে নামেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একজন সাধারণ কৃষক সেজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই